স্মারকলিপির জবাবে চিঠি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে ইউজিসির কিছুই করার নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই স্মারকলিপির জবাব দিয়েছে ইউজিসি।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহামাদ জামিনুর রহমান সই করা চিঠিতে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কমিশনের কাছে মতামত চেয়ে থাকে। তখন কমিশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে বা বিপক্ষে এবং কী ধরনের বিশ্ববিদ্যালয় হবে, সে বিষয়ে মতামত দিয়ে থাকে। কাজেই সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে ইউজিসির আপাতত করণীয় কিছু নেই।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে জড়িত শিক্ষার্থী নায়েক নূর। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি আমরা। মন্ত্রণালয়েরে সিদ্ধান্তের ওপর আমাদের আন্দোলনের কর্মসূচি নির্ভর করবে। এটি আমাদের যৌক্তিক দাবি। আশা করছি মন্ত্রণালয় এটি বিবেচনা করবে।

গত ২৪ অক্টোবর দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর আমতলী মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে দীর্ঘসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ।

এএএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।