অবশেষে ভর্তি পরীক্ষায় বসছেন ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
বিগত বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রায় ১১ মাস পর আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে আটটি মূল কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
কৃষি গুচ্ছ ভর্তি কমিটি সূত্র জানায়, এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন তিন হাজার ৭১৮টি। আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ২০ জন ভর্তিচ্ছু।
যে ৮ কেন্দ্রে হবে ভর্তি পরীক্ষা
নির্ধারিত আটটি মূল কেন্দ্র হলো— শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
- আরও পড়ুন
ক্লাস শুরুর আগেই ভর্তি পরীক্ষার বিরল জটে ৭৫ হাজার শিক্ষার্থী
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট পাবে না জিপিএ-৫ পাওয়া লাখো শিক্ষার্থী
এছাড়া তিনটি উপকেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নানান কারণে এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে কয়েক দফায় ভর্তি পরীক্ষার দিন-তারিখে পরিবর্তন আনা হয়। এতে ভর্তি পরীক্ষার অভিনব জটে পড়ে হতাশায় শিক্ষার্থীরা। দীর্ঘদিন অপেক্ষার পর পরীক্ষায় বসতেও অনেকের অনীহা। ফলে পরীক্ষায় উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন খোদ ভর্তি কমিটির সদস্যরা।
এএএইচ/কেএসআর/জেআইএম