বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্রযুক্তিগত শিক্ষা
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় মানব সম্পদের যথার্থ উন্নয়ন প্রয়োজন। সেজন্য প্রযুক্তিমুখী শিক্ষা অপরিহার্য বলে জানিয়েছে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী ।
শনিবার বেসরকারি ইস্টর্ন ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রসারে বেকরকারী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা : প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদক ও পদ্মভুষণপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন ইস্টর্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, বিজয় বাংলা সফটয়্যারের উদ্ভাবক মোস্তাফা জব্বার উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।
স্পীকার বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তিমুখী শিক্ষা প্রদানে আশানুরূপ ভূমিকা পালন করছে। সরকার পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বাধুনিক শিক্ষা গ্রহণ করে সরকারের এ লক্ষ্য অর্জন ও দেশকে এগিয়ে নিতে ইস্টর্ন ইউনিভার্সিটির ছাত্রদের আহ্বান জানান তিনি।
বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী বলেন, ইস্টর্ন ইউনিভার্সিটি পড়াশুনায় সর্বোচ্চ মান বজায় রাখতে সচেষ্ট রয়েছেন। ইস্টর্ন এ পর্যন্ত ছাত্রদের ৪০ কোটি টাকা বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান করেছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দক্ষতার মাধ্যমে দেশ বিদেশে রাষ্ট্রের সুনাম বয়ে আনছেন।
অনুষ্ঠানে শিক্ষা ও আইসিটি ক্ষেত্রে আবদানের জন্য অধ্যাপক আনিসুজ্জামান ও মোস্তফা জাব্বারকে ইস্টর্ন ইউনিভার্সিটি পদক-২০১৬ প্রদান করা হয়।
আরএম/এএইচ/এবিএস