বাউয়েটের আইন বিভাগের প্রধান হলেন রুমানা শারমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪
সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা।

গত ২৮ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। একই সঙ্গে রুমানা শারমিন বর্ষাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়েছে।

রুমানা শারমিন বর্ষা ২০২৩ সালের ৯ জুলাই বাউয়েটের আইন ও বিচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল’ ডিসিপ্লিনের অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত।

এফএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।