দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪

দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সেখানে ৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্যসচিব করে এ অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

এতে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা মনোনীত নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষককে (একজন পুরুষ ও একজন নারী, ইউএনও কর্তৃক মনোনীত) সদস্য করে কমিটি গঠন করতে হবে।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে এ অ্যাডহক কমিটি বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এএএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।