এনটিআরসিএ কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো তালা, অবরুদ্ধ কর্মকর্তারা
সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় তালা দিয়ে অবস্থান নিয়েছেন প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। এতে এনটিআরসিএ কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এনটিআরসিএর কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটে। এতে ভেতরে আটকে পড়েন কর্মকর্তারা।
এনটিআরসিএর কর্মকর্তারা দুপুরে জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজ সকালে আবারও কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ, সেনাবাহিনী কেউ তাদের সহযোগিতায় এগিয়েও আসছে না বলে অভিযোগ করেন তারা।
- আরও পড়ুন
- ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ
- ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ
- গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
এনটিআরসিএ সূত্র জানায়, আন্দোলরতদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনেছেন। সেগুলো লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন তাদের আর কিছু করার নেই। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে, তারা সেভাবেই কাজ করবেন। বিষয়টি নিবন্ধনধারীদের বোঝানোর পরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এদিকে, আন্দোলনরত নিবন্ধনধারীরা বলছেন, তারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে নিবন্ধন পেয়েছেন। বয়সের কারণে তাদের বাদ দেওয়া অযৌক্তিক। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষক পদ শূন্য। তাদের এসব পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদও বিষয়টি নিয়ে কিছু জানেন না এবং বলতেও পারবেন না বলে জানান।
এএএইচ/এমআরএম/জিকেএস