এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১১ আগস্ট ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের হিড়িক পড়েছে। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একের পর এক পদত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

রোববার (১১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ই-মেইলে এ পদত্যাগপত্র দেন তিনি। রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মশিউর রহমান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে যোগদানও করেছেন।

২০২১ সালের ৩০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।