আলিমে অনুপস্থিত প্রায় ৩ হাজার, কারিগরিতে বহিষ্কার ২৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ৩০ জুন ২০২৪
ফাইল ছবি

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনে আলিমে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ২৫ জন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। আর এ বোর্ডে প্রথম দিনে বাংলা-২ বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন।

রোববার (৩০ জুন) বিকেলে দুটি শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে ৯ হাজার ৯৭০ জন অনুপস্থিত বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই হিসাবে ১০টি শিক্ষা বোর্ড (সিলেট ছাড়া) মিলিয়ে প্রথম দিনে ১৫ হাজার ২০৩ জন।

মাদরাসা বোর্ডের তথ্যানুযায়ী-প্রথম দিনে আলিমে পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ৮৪৪ জন (সিলেট বিভাগের চার জেলা বাদে)। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৮৫৬ জন। অনুপস্থিত ২ হাজার ৯৮৮ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছেন চারজন।

কারিগরি বোর্ডের তথ্য মতে, প্রথম দিনে এইচএসসি (বিএম/বিএটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১০ হাজার ১৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন। কারিগরি বোর্ডে সবচেয়ে বেশি ২৫ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যানুযায়ী- ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। বাকি ৯ হাজার ৯৭০ জন অনুপস্থিত।

এছাড়া ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সারাদেশে ২০ জন পরীক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।

এএএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।