প্রাথমিক বৃত্তির ফলাফল যেভাবে জানবেন


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৯ এপ্রিল ২০১৬

প্রাথমিক ও এবতেদায়ির বৃত্তির ফল মঙ্গলবার প্রকাশ হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়। গত বছর ৫৫ হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হলেও এবারই প্রথমবারের মতো ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।

শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফল জানা যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

সাধারণ শিক্ষার্থীদের জন্য:
DPEThana/Upazila Code No.Roll NumberYear and Send to 16222

এবতেদায়ি শিক্ষার্থীদের জন্য:
EBTThana/Upazila Code NumberRoll NumberYear and Send to 16222


উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তির এই ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। বৃত্তির সংখ্যা বেড়ে যাওয়ায় বৃত্তি বণ্টন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে মফস্বলে ইউনিয়ন আর শহরে ওয়ার্ড পর্যায়ে চারজন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হতো। এবার থেকে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী এই বৃত্তি পাবে। এ ছাড়া উপজেলা পর্যায়ের ফল বিবেচনায় মেধাবী শিক্ষার্থীরা পাবে ট্যালেন্টপুল বৃত্তি।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।