৪৬তম বিসিএস

উৎকণ্ঠায় ৩ লাখ ৩৮ হাজার প্রার্থী, নড়চড় নেই পিএসসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে দোটানায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষণা অনুযায়ী—আগামী ৯ মার্চ ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ নেওয়ার ঘোষণা দেয় পিএসসি। এর তিনদিন পর ২২ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। এতে নির্বাচন ও বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে পড়ে যায়। এরপর থেকেই দোটানায় চাকরিপ্রার্থীরা।

এদিকে, সিটি নির্বাচনের দিনে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পিএসসি সূত্র। যদিও সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সোয়া তিন লাখেরও বেশি প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত পিএসসির সিদ্ধান্ত জানতে উদগ্রীব তারা। তবে অনেকটা নিশ্চুপ পিএসসি। এ নিয়ে সংস্থার সদস্যদের নেই কোনো নড়চড়ও।

বিষয়টি নিয়ে পিএসসিতে খোঁজ নেওয়া হলেও কেউ নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। কেউ বলছেন, ঈদের আগে পরীক্ষা নেওয়া হয়তো আর সম্ভব নয়। আবার কেউ বলছেন, সদস্যরা চাইলে রোজার মধ্যেও পরীক্ষা হতে পারে।

প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে জানতে চাইলে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘এটা আসলে বলাটা খুবই জটিল। এ নিয়ে পিএসসিতে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা কথাবার্তা এখনো হয়নি। ৪৫তম বিসিএসের জন্য পিএসসির সদস্যরা ঢাকার বাইরে ছিলেন। তারা ঢাকায় ফিরলেও এ নিয়ে বসেননি। তবে এটা ঠিক যে নির্বাচনের দিনে পরীক্ষা হবে না।’

আরও পড়ুন>> ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ

তিনি বলেন, ‘আমরা কর্মকর্তারা আলোচনা করে যেটুকু বুঝেছি- ঈদুল ফিতরের আগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াটা কষ্টসাধ্য। কোনো সুযোগও নেই। রোজার মধ্যে বিসিএসের পরীক্ষা নেওয়ার নজিরও নেই। ফলে ঈদের পর ছাড়া তো কোনো উপায় দেখছি না। সেক্ষেত্রে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর পরীক্ষা হতে পারে।’

পরীক্ষা শাখার আরেকজন কর্মকর্তা বলেন, ‘৯ মার্চ পরীক্ষা হচ্ছে না এটা নিশ্চিত। এরপর তো রোজা শুরু। রোজার পর ঈদ। ঈদের ছুটি শেষে প্রথম শুক্রবার পরীক্ষা হতে পারে।’

জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জাগো নিউজকে বলেন, ‘এ নিয়ে (৪৬তম বিসিএসের প্রিলি) আমরা এখনো বসিনি। কোনো আলাপও হয়নি।’

প্রার্থীরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ১৫ দিন পার করেছেন। ঠিক কবে নাগাদ আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘প্রার্থীদের নিয়ে আমাদের (পিএসসি) চেয়ে আপনারা (গণমাধ্যম) বেশি ভাবেন না নিশ্চয়ই। সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।