ঢাবির ৬ শিক্ষার্থী পেলেন মিতসুবিশি করপোরেশনের বৃত্তি
ঢাকা বিশ্ববিদ্যালযয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের ৬ জন শিক্ষার্থী ‘মিতসুবিশি করপোরেশন বৃত্তি’ লাভ করেছেন। এই বৃত্তি প্রদানের লক্ষ্যে মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিয়ুংগো লি ৭ লাখ ৯২ হাজার টাকার একটি চেক ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে হস্তান্তর করেছেন।
বৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে এর মাধ্যমে প্রদান করা হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা।
বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এবং মিতসুবিশি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় মিতসুবিশি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিয়ুংগো লি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ে মিতসুবিশি করপোরেশনের সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আজমির আলম, সাবিব মো. সাদাকাতুল বারী, শানরিয়া জেবিন, মোহ্সিনা নাওয়াজ, পিয়াস কুমার পাল এবং এস এম রিফাত হোসেন।
আল সাদী ভূঁইয়া/এমএইচআর