প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা ৩ মার্চ, বিজ্ঞপ্তি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ৪ মার্চ এবারের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করেছিলাম। তবে ওইদিন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান থাকায় একদিন এগিয়ে আগামী ৩ মার্চ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে।

এর আগে গত ২১ ডিসেম্বর রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথসভা হয়। সেখানে ৪ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে, তা একদিন এগিয়ে ৩ মার্চ নিতে যাচ্ছে আয়োজক কমিটি।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

এএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।