ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন নিহত হয়েছেন৷ তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং আখতারুজ্জামাল ইলিয়াস হলে থাকতেন।

সোমবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আখতারুজ্জামান ইলিয়াস হলের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান৷

নিহত আফজালের রুমমেট আসাদুজ্জান সুজন বলেন, আমার বন্ধু ছিল আফজাল। একই ডিপার্টেমেন্টের ছাত্র ছিলাম আমরা। মরদেহ শনাক্ত করা হয়েছে। বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে৷

নিহত আফজালের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনে মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। এ ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।

এমএনএইচ/জেএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।