গড় আয়ু বাড়ানোয় বাংলাদেশ বড় সাফল্য অর্জন করেছে: ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

নাগরিকদের গড় আয়ু বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ কয়েক বছরে বড় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, কয়েক দশকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। আমি যখন দায়িত্ব নিয়ে এখানে আসি, তখন মানুষের গড় আয়ু ছিল ৬৬ বছর, যেটা বর্তমানে প্রায় ৭৪ বছরে উন্নীত হয়েছে। এটা একটা বড় সাফল্য।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর মানিকনগরে আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস পরিদর্শনে যান তিনি। পরে তিনি কলেজের সম্মেলনকক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেসময় তিনি এসব কথা বলেন।

চার্লস হোয়াইটলি বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে নানা সমস্যা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সেগুলো কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসব অনেক চ্যালেঞ্জ আমাদের দেশেও রয়েছে। করোনাভাইরাসের সময় চিকিৎসা খাতের জনবল সংকটের সমস্যাগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করেছি।

তিনি বলেন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক একাডেমিক ও পাঠদান কার্যক্রম সম্বলিত সুন্দর একটি নার্সিং কলেজ বাংলাদেশে রয়েছে, যেটা আমাকে অভিভূত করেছে।

গড় আয়ু বাড়ানোয় বাংলাদেশ বড় সাফল্য অর্জন করেছে: ইইউ রাষ্ট্রদূত

মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত ‘আমার জ্যোতি’ স্কুলের প্রতিষ্ঠাতা মার্ক ট্রুডো বলেন, নার্সিং একটি মহৎ পেশা। এ পেশার দক্ষ জনবল তৈরিতে আয়াত নার্সিং কলেজের কার্যক্রম দেখে সত্যিই অভিভূত। এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন অনুশীলনে অত্যন্ত আন্তরিক বলেই আমার মনে হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত আমান, কলেজের অধ্যক্ষ হালিমা আক্তার, আয়াত এডুকেশনের সিওও ইমরান চৌধুরী প্রমুখ।

এএএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।