অনিয়ম-হয়রানি নিয়ে অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, হয়রানি ও নিপীড়নের মতো ঘটনায় অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থার চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে ১৭০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা রকম অনিয়ম, হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটছে। সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগ দেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি এবং অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউজিসিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

ড. মুহাম্মদ আলমগীর বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী কোনো ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হলে তার পরিচয় গোপন রাখতে হবে। অভিযোগ দ্রুত আমলে নেওয়া এবং তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ নিষ্পত্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিবরণ বা ঘটনা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া যাবে না।

তিনি কমিশনের অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্টকে ইউজিসিতে একটি স্বচ্ছ অভিযোগ বাক্স স্থাপন এবং সেখানে অভিযোগ পড়ছে কি না, তা নিয়মিত তদারকির নির্দেশ দেন।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট মৌলি আজাদের উপস্থাপনায় কর্মশালায় ২৬ জন ইউজিসি কর্মকর্তা অংশ নেন।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।