ইংলিশ মিডিয়াম স্কুলকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন-নবায়নের নির্দেশ
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিবন্ধন হালনাগাদ ও নবায়ন করতে ৩০ দিন সময় বেঁধে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি এ নিয়ে নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে চিঠিও।
ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞার সই করা নির্দেশনায় বলা হয়, সময়সীমার মধ্যে নিবন্ধন বা নিবন্ধন নবায়ন করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাময়িক নিবন্ধন অথবা নিবন্ধন প্রত্যাহার করা হবে।
এতে আরও বলা হয়, বেসরকারি স্কুলসমূহের রেজিস্ট্রেশন অধ্যাদেশ অনুযায়ী-বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অর্থাৎ জুনিয়র ক্যামব্রিজ, ক্যামব্রিজ (ও লেভেল) এবং সিনিয়র ক্যামব্রিজ (এ লেভেল) প্রতিষ্ঠান, যা সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন করতে হবে। একই বিধিমালার ৩ ধারা অনুযায়ী-নিবন্ধন ছাড়া বিদেশি কারিকুলামে পরিচালিত কোনো বেসরকারি স্কুল স্থাপন বা প্রতিষ্ঠিত বা পরিচালিত হতে পারবে না।
প্রতিষ্ঠানগুলোকে তাদের ইআইআইএন নম্বর অনুযায়ী ফি প্রদান, বিধিমালা অনুযায়ী নিবন্ধন সনদের শর্ত মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন, মাসিক বা বছরে শ্রেণিভেদে আদায়কৃত টিউশন ফি, ভর্তি ফি, খেলাধুলা ফি, টিফিন ফি, মুদ্রণ ফি এবং অন্যান্য ফি এর পরিমাণ ও বিবরণ ইত্যাদি বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট উল্লেখসহ অবহিত করার বিধান অনুযায়ী তা প্রতিপালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশে বর্তমানে ইংলিশ মিডিয়া শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১৩৯টি। এর মধ্যে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের সংখ্যা যথাক্রমে ৩০ এবং ৯২টি। এছাড়া জুনিয়র স্কুল রয়েছে ১৫টি। তবে ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএমএসএবি) হিসাবে বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা ৩৫০টিরও বেশি।
এএএইচ/এমআইএইচএস/এএসএম