রাজশাহী বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ ২৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

‘সরকারের উন্নয়ন ও শিক্ষকদের প্রত্যাশা’ নিয়ে রাজশাহীতে আগামী ২৩ সেপ্টেম্বর বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর মদিনাতুল উলুম কামিল মাদরাসায় এ সমাবেশের আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> স্বাধীনতার ৫২ বছরে দেশে ধর্মভিত্তিক শিক্ষার প্রসার ঘটেছে

এতে বলা হয়, মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সমাবেশে রাজশাহী বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

এএএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।