জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস কোর্সে ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হওয়ায় অন-ক্যাম্পাস কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যাচে চারটি বিভাগে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে ফল দেখা যাচ্ছে।

এদিকে, ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর থেকে এ সেশনের প্রথমবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ব্যাচে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। আইন, বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক সব শাখার শিক্ষার্থীদের আবেদন নেওয়া হয়।

গত ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরমপূরণ শুরু হয়, যা চলে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনকারীদের ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা করা হয়।

এএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।