এআইইউবি’র ১০ বছরের একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রকাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২১ আগস্ট ২০২৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) তাদের ১০ বছরের একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ প্রকাশ করেছে। সম্প্রতি এ প্ল্যান প্রকাশ করা হয়।

একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যানে একাডেমিক নেতৃত্ব, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন এবং ডিজিটালাইজেশন- এ পাঁচটি মূল কৌশলগত দিক উপস্থাপন করা হয়।

মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সহযোগিতামূলক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ ও দক্ষতা বৃদ্ধিতে এ একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটির ২৩ বছরের আয়-ব্যয় জানতে চায় ইউজিসি

মূলত এআইইউবিকে ২০৩৩ সালের মধ্যে মানসস্পন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য এ একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করা হয়। একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নে এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনার নেতৃত্বে ১২ সদস্যের কমিটি কাজ করছে।

কমিটির পক্ষে ড. কারমেন একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ সফলভাবে প্রকাশ করার জন্য এআইইউবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।