প্রাকৃতিক দুর্যোগ

চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১১ আগস্ট ২০২৩
ফাইল ছবি

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। একই সঙ্গে পেছানো হয়েছে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সারাদেশের এইচএসসি ও আলিম পরীক্ষা। এ তিন বোর্ডে আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এ তিন বোর্ড ছাড়া অন্য ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বৃষ্টি-জলাবদ্ধতায় চট্টগ্রামের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।

এম এ খায়ের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এইচএসসিতে আইসিটির প্রশ্নপত্র ও নম্বর বণ্টন জানালেন শিক্ষামন্ত্রী

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, দেশের যেকোনো জায়গায় কারিগরি ও মাদরাসা বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সারাদেশে এ দুই বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়। সাধারণ ৯টি শিক্ষা বোর্ড নিজস্ব অঞ্চলের পরীক্ষা নেওয়ার কারণে নির্দিষ্ট কোনো এলাকার পরীক্ষা স্থগিতের প্রভাব সব বোর্ডে পড়ে না। এজন্য আমরা আট বোর্ডে ১৭ আগস্ট থেকেই পরীক্ষা শুরু করতে পারছি।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার হলে প্রবেশে যত বিধিনিষেধ

এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন।

এ বছর এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে শেষ সময়ে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

এএএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।