ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশ, ১৬৯ প্রার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৯ আগস্ট ২০২৩

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে (সেসিপ) ‘ট্রেড ইনস্ট্রাক্টর’ পদে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে। ১০টি ট্রেডে শূন্য ২৪৭টি পদ থাকলেও এর বিপরীতে প্রাথমিকভাবে ১৬৯ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং নারী ৩৯ জন। ফলে এবারও ৭৮টি পদ শূন্য থাকছে।

বুধবার (৯ আগস্ট) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। এনটিআরসিএ’র ওয়েবসাইটে সেসিপ নিয়োগ-২০২৩-এর সেবাবক্সে এ ফল পাওয়া যাচ্ছে। এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান বিভাগের সদস্য (যুগ্ম-সচিব) এস এম মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পলিটেকনিকে ভর্তির আবেদন শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেসিপের চাহিদার ভিত্তিতে ১৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে এনটিআরসিএ গত ১১ জুন সেসিপ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে নিয়োগযোগ্য ১০টি ট্রেডের মোট ২৪৭ ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদন করতে বলা হয়। প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে নিয়োগ সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ১৬৯ জনকে নির্বাচন করা হয়েছে।

প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটে এবং টেলিটকের লিংকে পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থী এবং প্রতিষ্ঠান প্রধানদের এসএমএসে ফল অবহিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব অ্যাপ্লিকেশন আইডি ও মোবাইল নম্বর দিয়ে লগইন করেও ফল দেখতে পারবেন।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ঢাকায় বসছে শিক্ষামেলা

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে সাবমিট করতে হবে। ভি-রোল ফরম পূরণ ও সাবমিট সংক্রান্ত নির্দেশনা পরে এনটিআরসিএ’র ওয়েবসাইট ও নির্বাচিত প্রার্থীর মোবাইলে এসএমএসে পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিছু পদে শূন্যপদের চেয়ে বেশি প্রার্থী আবেদন করেছেন। যেমন- বিল্ডিং মেইনটেন্যান্সের ট্রেডে শূন্যপদ ১১টি, আর আবেদন করেছেন ৪৯ জন। ড্রেস মেকিং ট্রেডে শূন্যপদ ১৯টি, আবেদন করেছেন ৫২ জন।

আরও পড়ুন: মেধাবৃত্তি নতুন শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক: শিক্ষামন্ত্রী

আবার কিছু পদে শূন্যপদের চেয়ে কম আবেদন পড়েছে। যেমন- ফুড প্রসেসিং ট্রেডে শূন্যপদ ১৯টি, আবেদন করেছেন মাত্র ১১ জন। আইসিটিতে শূন্যপদ ৯৭, আবেদন করেছেন ৭৮ জন। অন্যদিকে প্ল্যাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের ৮টি শূন্যপদে কোনো আবেদন পাওয়া যায়নি।

এএএইচ/কেএসআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।