প্রাথমিকের প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০২ আগস্ট ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে রোববার (৩০ জুলাই) প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২ আগস্ট) বদলি কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিতের আদেশ জারি করলো অধিদপ্তর।

এএএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।