ভিকারুননিসা নূন স্কুল শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৮ জুলাই ২০২৩

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। এবার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পাসের হার ৯৯.৪৩। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫৯ জন। এসএসসির ফল প্রকাশ ঘিরে উচ্ছ্বসিত মেয়েরা।

শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর পর স্কুলে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই আগেই অনলাইনে নিজের ফলাফল জানতে পেরেছে। ফলে স্কুলে এসেই অন্যদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন ভালো ফলাফল পেয়ে।

আরও পড়ুন> এসএসসির ফল প্রকাশ/জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮, এগিয়ে মেয়েরা

অনেকে ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্কুল প্রাঙ্গণে ড্রামের সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকেন শিক্ষার্থীরা। বাধঁভাঙা উচ্ছ্বাস তাদের। আনন্দঘন সময় কাটে উপস্থিত অভিভাবকদেরও। অনেককে মা-বাবার সঙ্গে সেলফিও তুলতে দেখা যায়।

তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাস্তাঘাটে গাড়ি কম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি অনেকটা কম ছিল।

ফারিহা নামের এক শিক্ষার্থী বলেন, অনেকে আজ স্কুলে আসতে পারছে না। রাস্তায় গাড়ি নেই। আবার অনেক পরিবার শঙ্কায় বের হতে দিচ্ছে না।

আরও পড়ুন> এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ

বিজ্ঞান বিভাগে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন এ শিক্ষার্থী। ফলাফল নিয়ে তিনি বলেন, কিছুটা চিন্তা হচ্ছিল, কিন্তু শিক্ষক এবং মা-বাবা অনেক সাপোর্ট দিয়েছেন।

সায়ন্তী নামের বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, খুবই খুশি লাগছে। পরবর্তী লক্ষ্য এইচএসসিততে ভালো রেজাল্ট করা এবং চিকিৎসক হওয়ার ইচ্ছা আমার।

এনামুল করিম নামের এক অভিভাবক বলেন, মেয়েটা কষ্ট করছে, আমরাও করছি। তাকে নিয়ে অনেক আশা। মেয়ের ফলাফলে এসব এখন আর কষ্ট মনে হয় না।

আরও পড়ুন> পূর্ণ নম্বরের পরীক্ষা হওয়ায় পাসের হার-জিপিএ ৫ কম: শিক্ষামন্ত্রী

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সঙ্গে কথা হয় ফলাফল নিয়ে। তিনি শিক্ষার্থীদের ফলাফল নিয়ে খুশি। তিনি বলেন, মেয়েরা বরাবরই ভালো করে। এবারও প্রত্যাশা অনুযায়ী, অনেক ভালো করেছে। ওদের ফলাফলে সবাই খুশি।

এনএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।