আরও কঠোর মাউশি
ছুটি ছাড়া অনুপস্থিত শিক্ষকের তালিকা প্রতিদিন দেওয়ার নির্দেশ
ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা এবার প্রতিদিন জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয়ে স্ব স্ব জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিত শিক্ষকদের তালিকা দিতে হবে। রোববার (২৩ জুলাই) মাউশি থেকে এমন নির্দেশ দেওয়া হয়।
মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল খালেকের সই করা আদেশে বলা হয়, অননুমোদিতভাবে (ছুটি ছাড়া) কোনো শিক্ষক প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তার তালিকা প্রতিদিন পাঠাতে হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ
এতে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রোববার (২৩ জুলাই) অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, তাদের নামের তালিকা সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
আদেশের এ অনুলিপি ঢাকা অঞ্চলের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলেও জানান অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল খালেক।
আরও পড়ুন: মাউশির চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষক নেতাদের
গত ১৮ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তদারকিসহ পাঁচ দফা নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্ব স্ব প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্থানীয় প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া রোববার (২৩ জুলাই) জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত ৩৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাউশি। তাদের বিরুদ্ধে দুই বা ততোধিক দিন ছুটি ছাড়াই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার প্রমাণ পেয়েছে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং।
আরও পড়ুন: শিক্ষকদের অনুপস্থিতি তদারকির নির্দেশ মাউশির
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিও শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও রোববার (২৩ জুলাই) গত কদিনের চেয়ে প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচিতে উপস্থিতি আরও কম দেখা গেছে। এছাড়া এদিন বিকেল সাড়ে ৪টার দিকেই শিক্ষকরা কর্মসূচি থেকে চলে যেতে শুরু করেন। সোয়া ৫টা নাগাদ প্রেস ক্লাবের সামনের সড়ক ফাঁকা হয়ে যায়। অথচ গত দুই সপ্তাহ সন্ধ্যা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলতে দেখা গেছে।
এএএইচ/এমকেআর