জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সূচি পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণ বৃহস্পতিবারের (২০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২০ জুলাইয়ের বিএ বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা এবং বিএসএস রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও অর্থনীতির পরীক্ষা ২ আগস্ট অনুষ্ঠিত হবে।
তবে, অন্যদিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এএএইচ/এমএএইচ/জেআইএম