গবেষণা সরঞ্জাম কিনতে আড়াই কোটি টাকা পেল ৩৩২ শিক্ষাপ্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩০ মে ২০২৩

দেশের ৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণাগারের সরঞ্জাম কিনতে ২ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৬৩টি জেলার এসব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বরাদ্দ পাওয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে এ টাকা বরাদ্দ ও মঞ্জুরির বিষয়ে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। গবেষণা সরঞ্জাম খাতে প্রতিটি প্রতিষ্ঠান এ টাকা খরচে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ করতে হবে। অব্যয়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্যকোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না। কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হবে না।

এমএইচএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।