উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৪ জুন
দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৪ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। সোমবার (২৯ মে) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড আগামী ৪ থেকে ১৫ জুন পর্যন্ত বিরতণ করা হবে। এ জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলেকে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদনপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে কলেজ শাখা থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্য গ্রহণের জন্য বলা হয়েছে।
বিতরণকৃত রেজিস্ট্রেশন কার্ডে বিষয়, বিভাগ বা ছবিতে ভুল থাকলে সংশোধনের জন্য মূল রেজিস্ট্রেশন কার্ডসহ আবেদন (ছবি সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীর ছবি সিডিতে জেপিইজি ফরম্যাটে) আগামী ২৫ জুনের মধ্যে কলেজ শাখায় জমা দিতে অনুরোধ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণের ক্ষেত্রে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়পুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় আগামী ৪ থেকে ৬ জুন, টাংগাইল, নরসিংদী, কিশোরগঞ্জ ও মাদারীপুর জেলায় ৬ থেকে ৮ জুন এবং গাজীপুর, মন্সিগঞ্জ ও ঢাকা জেলায় ৮ থেকে ১২ জুন বিতরণ করা হবে।
এমএইচএম/এমআইএইচএস/এমএস