জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষাও স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৪ মে ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সোমবার (১৫ মে) অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষা স্থাগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘুর্ণিঝড় মোখার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোখার কারণে আগামী ১৫ মে’র বিএড পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। উল্লিখিত পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন>> সোমবার সব বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ছয় শিক্ষাবোর্ডে রোববারের (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

এমএইচএম/ইএ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।