কুমিল্লা বোর্ড

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৮ এএম, ১১ মার্চ ২০২৩
ফাইল ছবি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

শুক্রবার (১০ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৬ হাজার ৭৭৫ জন ছাত্র-ছাত্রী ২১ হাজার ৮৫৪টি আবেদন করেছেন। একজনে একাধিক বিষয়েও আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ফেল করেছেন এমন ৪৪ জন পাস করেছেন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।

এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।