২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সারা দেশে একযোগে ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। ২০১৩ সালে ১ জানুয়ারি বর্তমান সরকারের জারি করা গেজেটের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি করা হয়।

রোববার জাতীয় সংসদে নুর-ই-হাসনা লিলি চৌধুরীর (মহিলা আসন-৪৪) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৪ ক্যাটাগরিতে ১ লাখ ২২ হাজার ১৭৬টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭ হাজার ৬৭২টি রয়েছে।

নোয়াখালী-২ আসনের মোরশেদ আলম মন্ত্রীর কাছে জানতে চান, চলতি অর্থবছরে নোয়াখালী জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি?

উত্তরে মন্ত্রী বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে নব জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে চাহিদার ভিত্তিতে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা আছে এবং এ লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে।

নাটোর-২ আসনের মো. শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয়তার অগ্রাধিকারের ভিত্তিতে চলতি অর্থ-বছরে নাটোর জেলার সদর ও নলডাঙ্গা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও আসবাবপত্র দেয়ার পরিকল্পনা সরকারের আছে।

বেগম খোরশেদ আরা হকের (মহিলা আসন- ৫০) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও টেকনাফ উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন ‘মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) কর্মসূচি অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে। এছাড়া প্রতিটি উপজেলায় অনধিক ৩০০টি শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।

এইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।