ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ৯৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১ জন। এছাড়া চারজন শিক্ষার্থী ফেল করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে থেকে এই তথ্য জানা যায়।

ভিকারুননিসায় এ বছর ২ হাজার ৩৪৬ শিক্ষার্থী পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে চারজন ফেল করেছেন। এছাড়া ৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। পাস করেছেন ২ হাজার ৩৩৫ শিক্ষার্থী। পাসের হার ৯৯.৮৩ শতাংশ।

viqarunnisa-2.jpg

আরও পড়ুন: এইচএসসিতে গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন।

আরএসএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।