চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে চাকরিপ্রত্যাশীদের অনশন
সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন চাকরিপ্রত্যাশীরা।
এর আগে গত নভেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু নভেম্বর পেরিয়ে ডিসেম্বর এলেও গণবিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনশনে বসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম।
কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা বলেন, গত ১০ নভেম্বর এনটিআরসিএ কর্তৃপক্ষ বিভিন্ন গণমাধ্যমের সামনে ঘোষণা দিয়েছিল নভেম্বরের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, কিন্তু সেই কথার বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে গণবিজ্ঞপ্তি না হওয়ায় অনেক নিবন্ধনধারীর বয়স শেষ হয়ে গেছে। অনেকের বয়স শেষের পথে। এর জন্য এনটিআরসিএ দায়ী। এসময় তারা দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। একই সঙ্গে দাবি না আদায়ে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ে নির্বাচিতদের সনদ চেয়েছে এনটিআরসিএ
গত ১০ নভেম্বর এনটিআরসিএ কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে নভেম্বরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি দেয় এনটিআরসিএ। তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সংস্থাটি। এর আগে একাধিকবার এনটিআরসিএ চেয়ারম্যান এবং সচিব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বললেও সেটিও বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে এবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা।
এমএইচএম/ইএ/এমএস