চুম্বনের মূল্য ১৯ কোটি ৩১ লাখ টাকা!

ফরাসি ভাস্কর রদ্যাঁর বিখ্যাত ভাস্কর্য দ্য কিস বা চুম্বন ২৫ লাখ মার্কিন ডলারে কিনে নিলেন এক মার্কিন সংগ্রাহক। বাংলাদেশি টাকায় প্রতিমূর্তিটির মূল্য ১৯ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার কিছু বেশি। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামে ওঠার পর তিনি এই চুম্বন প্রতিমূর্তি কিনে নেন।
ব্রোঞ্জের তৈরি উনবিংশ শতাব্দীর বিখ্যাত এই ভাস্কর্যটি রেকর্ড দামে বিক্রি হয়েছে। তবে মূল ভাস্কর্যটি তৈরি করা হয় ১৮৮৫ সালে। রদ্যাঁর মৃত্যুর পর তার আর কোনও ভাস্কর্যই নিলামে এত বেশি দামে বিক্রি হয়নি।
৮৫ ফুট উঁচু ওই ভাস্কর্যটি যে দামে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছিল তারচেয়ে দশ শতাংশেরও বেশি দামে কিনে নিয়েছেন ওই মার্কিন সংগ্রাহক।
এসআইএস/এমএস