মোল্লাহাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও দ্বিতীয় শষ্য বহুমুখীকরণ প্রকল্পের অর্থায়নে থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।
মেলা উপলক্ষে রোববার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হাসান এ মেলা উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ঋতুরাজ সরকার, মো. ইয়ামিনুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন এবং মোল্লাহাট প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।
শওকত আলী বাবু/এফএ/এআরএ/এমএস