‘প্রশ্ন সহজ হয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৬ নভেম্বর ২০২২

করোনা মহামারি ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে সাত মাস পর আজ রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষে অনেকটা স্বস্তি নিয়েই কেন্দ্র থেকে বেরিয়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রশ্ন সহজ হওয়ায় পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে।

রোববার (৬ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে এমনটাই জানান পরীক্ষার্থীরা।

hsc01

করোনা পরবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়ায় এসব পরীক্ষার সময় ও বিষয় কমিয়েছে শিক্ষাবোর্ডগুলো। বৈশ্বিক এই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা স্বস্তি নিয়ে এসেছেন পরীক্ষা কেন্দ্র থেকে।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরীক্ষায় অংশ নেওয়া সৈয়দ মাইন উদ্দিন জাগো নিউজকে বলেন, পরীক্ষার প্রস্তুতি ভালোই নিয়েছিলাম, পরীক্ষাও ভালো হয়েছে।

hsc01

জেরিন আক্তার নামে অপর এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, আলহামদুলিল্লাহ প্রশ্ন সহজ হয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে। বাংলা পরীক্ষা একটু বেশি লিখতে হয়েছে।

আবদুল্লাহ বিন জাফর নামের এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, সময় মেইনটেন করা একটু সমস্যা হয়েছে। শেষ দিকে তাড়াহুড়ো করে লিখতে হয়েছে। পুরো দুই ঘণ্টাই একটু মেইনটেন করা সমস্যা হয়ে দাঁড়ায়।

hsc01

আশরাফুল ভূঁইয়া বলেন, সময় যেহেতু কম, প্রশ্নগুলো যদি একটু সহজ হয় সামনের পরীক্ষাগুলো আশা করি ভালো হবে। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় একটু সমস্যা হয়েছিল প্রস্তুতি নিতে।

এ বছর এইচএসসি পরীক্ষায় দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।

আরএসএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।