এসএসসির ‘ভুল প্রশ্ন’ বিতরণে কেন্দ্র সচিবকে অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ করায় রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ঢাকা-২৬ কোড, ৫৭৯ মাদারটেক আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৪ সেপ্টেম্বর শনিবার পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষায় নির্ধারিত সেট-৪ এর পরিবর্তে সেট-২ প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামানকে পরীক্ষা কেন্দ্র সচিবের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ভুঁইয়াকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করে দুই শিক্ষার্থী। এ ঘটনায় ওই কেন্দ্রের কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব ও দুই পরীক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

এমএইচএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।