কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান জামাল নাসের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
অধ্যাপক জামাল নাসের

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জামাল নাসের।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন সই করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, জামাল নাসের ২০১৫ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাবে নিরীক্ষা পদে যোগ দেন। পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

অধ্যাপক জামাল নাসের কুমিল্লার লালমাই উপজেলার শিকারপুর গ্রামের ভাষাসৈনিক মো. তাজুল ইসলামের ছেলে।

তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতক-স্নাতকোত্তর করেন।

জামাল নাসের বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো। বিশেষ করে, প্রতিটি পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এর আগে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আবদুস ছালাম।

এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।