জয় দিয়েই ম্যাককালামকে বিদায় জানালো নিউজিল্যান্ড


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

সিরিজ জয়ের স্বাদ নিয়েই রঙিন পোশাককে বিদায় জানালেন নিউজিল্যান্ডকে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক ম্যাককালাম। সাবেক অধিনায়কের বিদায়ী এই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট কর নেমে শুরুটা একেবারে মন্দ হয়নি সফরকারীদের। উসমান খাজার সঙ্গে ৩৯ রানে জুটি গড়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১৬)। এরপর ৪ চার ও ২ ছয়ে ৩৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরেন খাজাও। সেখান থেকেই পথ হারাতে শুরু করে অজিরা। প্রথমে অধিনায়ক স্টিভেন স্মিথ ২১ রানে ফিরলে দ্রুত তাকে অনুসরণ করেন জর্জ বেইলি (৩৩)। পরে গ্লেন ম্যাক্সওয়েল রানের খাতা খোলার আগেই সাজঘরে হাঁটা দিলে চিন্তার ভাঁজ পড়ে সফরকারী শিবিরে।

যদিও মিচেল মার্শের ৪৪ ও ম্যাথু ওয়েডের ১৭ রানে আশাটা বাঁচিয়ে রেখেছিল অজিরা। কিউই বোলারদের দাপটে সেই আশাও আর পূর্ণতা পায়নি। জন হ্যাস্টিংস ৬ ও অ্যাডাম জাম্পা ২ রানে অ্যান্ডারসনের জোড়া আঘাতের শিকার হলে লেজটাও মুড়িয়ে যাওয়া দ্রুত হয় সফরকারীদের। কিউইদের হয়ে ম্যাট হেনরি ৩টি, কোরি অ্যান্ডারসন ও ইশ সোধি ২টি, আর মিলনে-ব্রেসওয়েল ১টি করে উইকেট নিয়েছেন।

new-zealand

এর আগে সোমবার সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল কিউরা। মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম ৯.৩ ওভারেই ৮৪ রান তুলে ফেলেছিলেন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসগুলো বড় করতে না পারলে এবং ১০ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।

দুর্দান্ত ফর্মে থাকা গাপটিল ৪ চার ও ৩ ছয়ে ৬১ বলে ৫৯ রানে সাজঘরে ফেরেন। তার আগে অবশ্য ম্যাককালাম রঙিন পোশাকের শেষ ইনিংসটিতে ৪৭ রানে মাঠ ছেড়েছেন। বরাবরের মতই বিধ্বংসী ছিল তার বিদায়ী ইনিংসটি। ৬ চার ও ৩ ছয়ে ২৭ বলে টর্নেডো ইনিংসটি সাজিয়েছেন তিনি।

পরে কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস সমান ১৮-এর সংগ্রহে ফিরলে চাপে পরে কিউইরা। গ্রান্ট এলিয়টের ফিফটি ও কোরি অ্যান্ডারসনের ২৭ এর পর আর কেউ দাঁড়াতে না পারলে ২৪৬ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। এলিয়ট ১টি করে চার-ছয়ে ৬২ বলে ৫০ রানে ফিরেছেন। এছাড়া লুক রঞ্চি ৫, ডগ ব্রেসওয়েল ২, অ্যাডাম মিলনে ৫ রানে সাজঘরে হাঁটা দেন। অজিদের হয়ে মিচেল মার্শ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। আর জস হ্যাজেলউড, জন হ্যাস্টিংস ও স্কট বোল্যান্ডের দখলে গেছে ২টি করে উইকেট।

এমআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।