স্কুল-মাদরাসার শিক্ষকদের ইংরেজি শেখাবে ব্রিটিশ কাউন্সিল


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

স্কুল ও মাদরাসার শিক্ষকদের ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল। রোববার দুপুরে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সমঝোতা স্বাক্ষরকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি রিডিং ও রাইটিং (পড়া ও লেখা) দক্ষতার মূল্যায়ন করা হতো। এখন স্পিকিং ও লিসেনিং (বলা ও শোনা) দক্ষতার মূল্যায়ন হবে। এখন থেকে শ্রেণিকক্ষে এই কয়েকটি দক্ষতার নিয়মিত চর্চা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা পুরোপুরি আয়ত্তে আনতে পারবে। আর শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। তারা প্রশিক্ষিত হলে শিক্ষার্থীরাও ভালো করে শিখবে।

ইংরেজি ভাষা এখন প্রযুক্তির মতো, যা আয়ত্ত করার বিকল্প পথ নেই বলেও জানান তিনি।

ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবার উইকহাম বলেন, ইংরেজি ভাষা শিক্ষার ফলে বাঙালি জাতি সমৃদ্ধ হবে। এ জন্য ব্রিটিশ কাউন্সিলকে সুযোগ দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

সমঝোতায় সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবার উইকহাম।

এনএম/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।