চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের ঢাকা রোড বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইজিবাইক চালক রুবেল (২২) শহরের রায়পাড়া ইসমাইল কলোনির ইউনুস আলীর ছেলে।

রোববার সকালে ঢাকা রোড বাবলাতলা ব্রিজের নিজ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিকেলে মরদেহ সনাক্ত করে পরিচয় নিশ্চিত করেন রুবেলের স্বজনরা।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে রোববার সকালে শহরের ঢাকা রোড বাবলাতলা ব্রিজের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেলে রুবেলের স্বজনরা মরদেহটি সনাক্ত করেন।

ওসি আরো জানান, রুবেল ইজিবাইক চালক। শনিবার রাতে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ বিজ্রের নিচে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ এখন হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।