আলতাফ মাহমুদ ছিলেন নির্ভীকতার প্রতীক : তথ্যমন্ত্রী
সদ্য প্রয়াত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদকে সমাজ ও ইতিহাস সচেতন, বস্তুনিষ্ঠতা ও নির্ভীকতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে পিআইবি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পেশাগত কাজে ও সাংবাদিকদের কল্যাণে আলতাফ মাহমুদ আজীবন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তা অনুসরণীয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্রের জঞ্জাল থেকে গণতন্ত্রে উত্তরণের পর্যায়ে দেশে সৎ ও দায়িত্বশীল আলতাফ মাহমুদ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছেন’।
পিআইবি পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমদ ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ।
সভাপতির বক্তৃতায় গোলাম সারওয়ার প্রয়াত আলতাফ মাহমুদকে লোভলালসার ঊর্ধ্বে থাকা একজন অত্যন্ত বিনয়ী প্রাণ হিসেবে বর্ণনা করে তার নামে মরণোত্তর একুশে পদকের জন্য বিবেচনার প্রস্তাব করেন। সেই সঙ্গে আলতাফ মাহমুদ স্মারক গ্রন্থ প্রকাশের জন্যও আহ্বান জানান তিনি।
তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, ‘সাধারণ জীবনযাপনে অভ্যস্ত আলতাফ মাহমুদ সবসময় পরের তরে কাজ করেছেন, নিজের জন্য নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনসহ গণমাধ্যমের কল্যাণে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সাংবাদিকসমাজের প্রতিনিধিরূপে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।’
সভায় প্রয়াত আলতাফ মাহমুদের স্ত্রী তাহমিনা মাহমুদ ও তার কন্যা আইরিন মাহমুদ খানসহ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান, প্রেসকাবের সভাপতি মো. শফিকুর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, প্রেসকাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ অকালপ্রয়াত আলতাফ মাহমুদের স্মৃতিচারণ করেন।
এসএ/এসকেডি/এবিএস