কমলনগরে দুই এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার হাজিরহাট মিল্লাত একাডেমির দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।