এমপি লতিফকে তিনদিনের আলটিমেটাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় ক্ষমা চাওয়ার জন্য এমপি লতিফকে তিনদিনের অালটিমেটাম দিয়েছে পতেঙ্গা আসনের নাগরিক সমাজ। এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বন্দর-পতেঙ্গা আসনের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ফোরামের নেতা হাজি ইকবাল বলেন, শনিবার সংবাদ সম্মেলন করে নিজের দোষ অস্বীকার করে নগর আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কথা বলেছেন লতিফ। এতে আমরা লজ্জিত।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও মুখমণ্ডলের সঙ্গে এমএ লতিফের শরীর জুড়ে দেওয়ায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। জাতির জনকের সঙ্গে এমন আচরণের উচিত শাস্তি চাই।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী ইকবাল প্রমুখ।
জীবন মুছা/একে/আরআইপি