ঘাটাইলে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনা পর রানার সমর্থকরা ঘাটাইল কলেজ মোড়ে এবং শহীদুল ইসলাম লেবু গ্রুপের সমর্থকরা বাস টার্মিনালে সমাবেশের ডাক দেয়।

এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘাটাইল শহরে ১৪৪ ধারা জারি করে।

এদিকে, রাত ৮টার দিকে আবিদ হোসেন নামে আরো একজনকে আটক করেছে র্যাব।

এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।