ফয়`স লেকে ইউএস-বাংলার আনন্দ উৎসব
চট্টগ্রামের ফয়`স লেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস-বাংলার আনন্দ উৎসব। আসছে বুধবার এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে থাকছে বেশ কিছু ইভেন্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাঞ্চ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রধান মো. শেখ সাদী শিশির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উৎসবে এয়ারলাইন্সের ভিআইপি গ্রাহক, সাংবাদিক ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শেখ সাদী শিশির আরো জানান, উৎসবের সব আয়োজনে থাকবে উন্নত পরিবেশনা। দেশের খ্যাতিমান অনেক মুখের উপস্থিতি ঘটবে উক্ত অনুষ্ঠানে।
আরএম/এএইচ/পিআর