বগুড়ার ৪৫টি বেকারি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

শ্রমিকদের ধর্মঘটের কারণে বৃহস্পতিবার থেকে বগুড়ার ৪৫টি বেকারি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকদের সংগঠন জেলা ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতি। বেকারিগুলো বন্ধ থাকায় দিনভর স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে খাবারের জন্য দুর্ভোগ পোহাতে হয়।
 
দুপুরে নিজ কার্যালয়ে ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের আট দফা অযৌক্তিক ও ধর্মঘট অবৈধ দাবি করে অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শিমু বেকারির স্বত্ত্বাধিকারি ইমদামুল হক ইমদাদ।

এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক অাকবরিয়া গ্র্যান্ড হোটেলের স্বত্ত্বাধিকারি হাসান আলী আলাল, লিয়াকত আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের অবৈধ ধর্মঘট বন্ধের জন্য জেলা বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সভাপতি-সম্পাদকের কাছে যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়ের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের আবু সাঈদ মু: আখতার হোসেন খান একটি পত্রে এই ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে অবৈধ ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

এদিকে বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান খলিল এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজ ধর্মঘট ডাকার কথা অস্বীকার করে বলেন, বকেয়া বেতন পরিশোধ, আট ঘণ্টা কাজ, ওভার টাইম চালু, শ্রমিকদের পরিচয় পত্র প্রদানসহ আট দফা বাস্তবায়নের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এতেই তারা বেকারি দোকান বন্ধ করে দেন।

তারা বলেন, বগুড়া জেলায় রেজিস্ট্রার ৭ হাজার এবং নন রেজিস্ট্রার আরও ৫ হাজার শ্রমিক কর্মরত আছে।

লিমন বাসার/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।