ইন্টারনেট কানেকটিভিটি খুবই জরুরি : ইউজিসি চেয়ারম্যান


প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বায়নের এই যুগে বিশ্ব জ্ঞান ভাণ্ডরের সঙ্গে সংযুক্ত হতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট কানেকটিভিটি খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

বৃহস্পতিবার ‘বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যাডুকেশ নেটওয়ার্ক (বিডিরেন) কানেকটিভিটি টু প্রাইভেট ইউনিভার্সিটিজ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউজিসি অডিটরিয়ামে এ কর্মশাল অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, জ্ঞানভিত্তিক সমাজে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট কানেকটিভিটির কোন বিকল্প নেই।

ইউজিসি অডিটরিয়ামে এ কর্মশলায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত।

এছাড়া ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ প্রমুখ কর্মশলায় উপস্থিত ছিলেন।

এনএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।