বাউবির বিএসসি ইন এগ্রিকালচারে ভর্তি স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২২ আগস্ট ২০২২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনস্থ স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাউবির অধীনস্থ স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে সাময়িক স্থগিত করা হয়েছে। ভর্তি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এমএইচএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।