রামুতে হাতির আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে রামুর রাজারকুল ইউনিয়নের পাহাড়ি জনপদ ডিগালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পরেশ বড়ুয়া (৫০)। শুটকি মাছ ব্যবসায়ী পরেশ উখিয়া উপজেলার কোটবাজার এলাকার দীনেশ মোহন বড়ুয়ার ছেলে। তিনি রামুর রাজারকুল ইউনিয়নের রামকোট এলাকায় বাস করতেন। পরেশ বড়ুয়ার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
রাজারকুল ইউপি সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, মাছ নিয়ে পার্শ্ববর্তী সোনাইছড়ি যাওয়ার পথে ডিগালতলী এলাকায় বন্য হাতির কবলে পড়েন পরেশ বড়ুয়া। হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বন্য হাতির হামলায় প্রাণ হারায় স্থানীয় ফয়েজ আহমদের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী রাশেদা বেগম।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস