ক্যারিবিয়ান লিগে ডাক পেলেন বাট-আসিফ


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ফিক্সিংয়ে দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফ ও সালমান বাট। এবার তাদেরকে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টুয়েন্টি লিগে (সিপিএল)। এ দুই জন সহ মোট ৩৭ জন পাকিস্তানি ক্রিকেটারদের রাখা হয়েছে সিপিএলের নিলামে।

পেসার মোহাম্মদ আসিফ ও ব্যাটসম্যান সালমান বাটের নিষেধাজ্ঞা ২০১৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন এই দুই ক্রিকেটার। বাট ঘরোয়া ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি করে সবার নজরকাড়েন। এদিকে আসিফ তার ফিরতি ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে আরেক পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির এখন পাকিস্তান জাতীয় দলের হয়ে মাঠ কাপাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে মোহাম্মদ আসিফ, সালমান বাট ও মোহাম্মদ আমির ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিংয়ে পাঁচ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।